শিক্ষার্থীর ওপর শিবিরের হামলায় বৈষম্যবিরোধীদের কর্মসূচি

 


শিক্ষার্থীর ওপর শিবিরের হামলায় বৈষম্যবিরোধীদের কর্মসূচি

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর শিবিরের হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।


আজ বিকেল ৫টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সরকারি চাকরিতে কোটা বন্ধের দাবিতে গড়ে উঠে পরবর্তীতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই প্ল্যাটফর্মটি বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাদের এই কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাতে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীর অভিযোগ, তাকে মারধর করেছে শিবির কর্মীরা। ফেসবুকে গণঅভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক মন্তব্যের জেরে এ ঘটনা ঘটে।


হামলার শিকার যুবকের নাম মিজানুর রহমান রিয়াদ। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রিয়াদ ইসলামী সংগঠন তালামীযে ইসলামিয়ার সক্রিয় কর্মী।মিজানুর রহমান রিয়াদ জানিয়েছেন, হামলাকারীদের তিনি আগে থেকে চেনেন।


তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন জানান, শিবির ক্যাম্পাসে ভিন্নমতের অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। শুধু ফেসবুকে একটি মন্তব্যের মতো তুচ্ছ ঘটনায় সংগঠনটির সদস্যরা বেপরোয়া আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি।যদিও এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান এই ঘটনার সাথে তার সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। তৃতীয় পক্ষকে ব্যবহার করে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি।


এদিকে, এমসি কলেজের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদলও। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশ্ন তোলা হয়েছে, ক্যাম্পাসে আবার রগকাটার রাজনীতি ফিরে এসেছে কিনা?

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post