আগে'দায় দিয়ে দাও' বক্তব্যের নিন্দা, ছাত্রদল লীগের পথ অনুসরণ করছে - শিবির
কুয়েটে সংঘর্ষের বিষয়ে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাংবাদিকদের একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সে সময় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মি. নাছিরকে বলেছিলেন, 'শিবিরের ওপর দায় দিয়ে দাও', এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ছাত্রদল সভাপতির মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে বলেন, “তাদের এমন উদ্দেশ্যপ্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানাই।”
“নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত ১৬ বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল, ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে। নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল, তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান," আরো উল্লেখ করা হয় ছাত্রশিবিরের বিবৃতিতে।
কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবারের সংবাদ সম্মেলনে, শিবিরের কর্মকাণ্ডকেও ছাত্রলীগের সঙ্গে তুলনা করেছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন “আগে ছাত্রলীগ যেমন সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের অপকর্মের সাফাই গাইতো, তেমনি পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নাম কলুষিত করছে।"
Post a Comment