৩০০ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ফোন দিয়ে প্রার্থিতা চূড়ান্ত করলেন তারেক রহমান
জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই মাঠে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। এবার আর বিলম্ব নয়- এমন সিদ্ধান্তে দলটি প্রায় ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্তের পথে। আর সেই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।
তিনি দলের মনোনীত সম্ভাব্য প্রার্থীদের ফোন করে নির্বাচনী প্রস্তুতির নির্দেশ দিচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । দলটির গুলশান কার্যালয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছে সম্ভাব্ য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক। সেসব বৈঠকে দলীয় গুরুত্বপূর্ণ নেতাদের পাশাপাশি ভার্চুয়ালি অংশ নিয়েছেন তারেক রহমান। জেলা ভিত্তিক এই বৈঠকগুলোর ফলাফল অনুযায়ী এখন একেকটি আসনে একজন করে প্রার্থীকে বাছাই করা হচ্ছে। বগুড়া জেলা বিএনপির একাধিক নেতাকর্মী নিশ্চিত।

Post a Comment