শার্টের বোতাম খোলা, ব্যাংককের যৌনপল্লিতে অমিতাভ, আড়াই ঘণ্টা কী করেছিলেন সেখানে?
বলিউড 'শাহেন শাহ' অমিতাভ বচ্চন। ব্যাংককের যৌনপল্লিতে তিনি হাজির একেবারে আর পাঁচটা সাধারণ মানুষের মতো সজ্জিত হয়ে। বছর কুড়ি আগের এমনই এক ঘটনার কথা জানালেন পরিচালক অপূর্ব লাখিয়া।
প্রায় বছর ২০ আগের ঘটনা। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘এক আজনবি’র শুটিংয়ের সময়ের ঘটনা। অনিদ্রার রুগী অমিতাভ, রাতে তাঁর ঘুম আসে না। প্রতি রাতেই কিছু না কিছু সিনেমা দেখেন। তবে ব্যাংককে গিয়ে চারপাশটা ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করলেন পরিচালকের কাছে। তখন বুদ্ধিটা আসে পরিচালক অপূর্বর মাথায়। তিনি অমিতাভকে নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীর একটি ‘নগ্ন ক্লাবে’ যান। যদিও পরিচালকের মনে ভয় ছিল ভারতীয়রা তাঁকে এমন একটি ক্লাবে দেখতে পেলে ব্যাপক গোলমাল বাঁধবে। তবে অভয় দিলেন স্বয়ং অমিতাভ।
তিনি বললেন,‘‘আমরা যাব।’’ শুটিংয়ে ব্যবহৃত একটি বোতামখোলা শার্ট ও থাই ধুতি পরে খানিক সাজ বদল করেই ঢুকলেন ক্লাবে। অপূর্ব জানান, এর আগে কখনও এমন ধরনের কোনও পানশালায় জাননি অমিতাভ। প্রায় আড়াই ঘণ্টা সেখানে কাটান তাঁরা, নানা ধরনের অনুষ্ঠান দেখেন। দেখে তৃপ্ত অমিতাভ বলেন, ‘‘এক কথায় অসাধারণ।’’
সে রাতে তাঁদের হোটেলে ফিরতে ফিরতে তিনটে বাজে। যদিও অসম্ভব পেশাদার অমিতাভ সকাল পাঁচটার কল টাইমে একেবারে হাজির হয়ে যান সেটে।
Post a Comment