গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গতকাল কথা কাটাকাটি, আজ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

 


গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গতকাল কথা কাটাকাটি, আজ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শান্তিগঞ্জ উপজেলার আস্তমা ও কামরূপদলংয় গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গতকাল কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সকাল থেকে দুই গ্রামের মানুষের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বেড়ে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুপক্ষের ৩০ জন আহত হয়।


শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post