ফ্লাটে ডুকে দেখি ভাবির গায়ে একটা শুতাও নাই
মনসুর আলী
আমি বাসায় গিয়ে দেখি মেইন দরজা খোলা। ভাবি, ভাবি ডাকতে ডাকতে আমি বেড রুমের সামনে গেলে উনি দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। তখন আমি খেয়াল করি উনার শরীরে একটা সুতাও নাই।
আমি বলি ভাবি ভাই'র বেল্ট নিতে আসছি। ওয়াশরুমের দরজার ওপাশ থেকে ভাবি আমারে বলে টেবিলের ওপর আছে নিয়ে যা।
লিফ্ট দিয়ে নামার সময় আমি চিন্তা করছিলাম ভাই বাসায় নাই, ভাবি এই অবস্থায় কেন? আমার মনে সন্দেহ হলেও কথাটা আমি ভাই কে বলতে পারি নাই। বললে হয়তো ভাই শুটিং ফেলে চলে আসতো। ভাবির সঙ্গে গ্যাঞ্জাম করতো। এটা আমি চাই নাই।

Post a Comment