Top News

পরীর প্রেমে মগ্ন সেই সাদী, কী জবাব দিলেন পরীমণি

 


পরীর প্রেমে মগ্ন সেই সাদী, কী জবাব দিলেন পরীমণি

পরীর প্রেমে মগ্ন সেই সাদী, কী জবাব দিলেন পরীমণি

কয়েকদিন আগে যখন ঢাকাই চিত্রনায়িকা পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে। এরপর নায়িকা পরীমণির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার। প্রশ্ন ওঠে, পরীমণির সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে।


পরে জানা যায়, পেশায় সংগীতশিল্পী সেই তরুণ। নাম শেখ সাদী। মূলত পরীমণির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। শুধু কি তাই? নিয়মিত পরীর সঙ্গে সাদীর দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন! যদিও এসব অস্বীকার করেছেন দুইজনই।কিন্তু, তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর!পরীমণি ইস্যুতে এবার ভিডিও বার্তা শেখ সাদীর

মানুষ কি করে এত সহজে ছেড়ে চলে যায় : পরীমণি

রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।


এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post