Top News

৩২ শেষে এবার সীমান্তে ডাক পিনাকীর, ঘটছে বড় কিছু?

 


৩২ শেষে এবার সীমান্তে ডাক পিনাকীর, ঘটছে বড় কিছু? 

৩২ শেষে এবার সীমান্তে ডাক পিনাকীর, ঘটছে বড় কিছু?

দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গেল কদিন আগেই রাতে ঢাকা শহরে ‘মার্চ টু ধানমন্ডি বত্রিশ’ কর্মসূচি পালিত পালিত হয়। মিছিলটি (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে।


সেই মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা।এবার বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য এবার সীমান্ত ইস্যু নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে ,পোস্ট করেছেন।


পিনাকী বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ এর সময় করা পোস্টে পিনাকী বলেন, আজ রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ ও চাপাইনবয়াবগঞ্জ এ জিয়াফতে রওনা হচ্ছি আমরা ১১.০০ টায়


কেন্দ্রীয় শহীদ মিনারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন,কেন্দ্রীয় শহীদ মিনার হতে, আগ্রহীরা দ্রুত চলে আসুন। আমরা ৭ টা বাস নিয়ে রওনা দিচ্ছি।স্থানের কথা উল্লেখ করে পিনাকী বলেন, জিয়াফতের স্থান: চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কিরনগঞ্জ সীমান্ত।


উল্লেখ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি এখন পর্যন্ত ৩১ হাজার রিয়েক্ট এর সাথে ৪৬০ বার শেয়ার হয়েছে।

httq

Post a Comment

Previous Post Next Post