সাংবাদিক দেব চৌধুরীর নতুন নাম মুহাম্মাদ চৌধুরী?

 


সাংবাদিক দেব চৌধুরীর নতুন নাম মুহাম্মাদ চৌধুরী?

আলোচিত ইসলামিক স্কলার আব্দুল হাই সাইফুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, বাংলাদেশের বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরীর আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন…আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বীনের উপর অটল রেখে হিদায়াতের পথে তাকে অবিচল রাখুন। তাকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।


তিনি আরো লিখেন, এই মুহূর্তে নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা, ইসলামের পাক-সাফের জরুরি মাসায়েল ইত্যাকার বিষয়ে শিখিয়ে অভ্যস্ত করার প্রয়াস নেয়া হচ্ছে। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিতভাবে পড়ছেন আনুষ্ঠানিক ইসলামে আসার আগ থেকেই, আল হামদুলিল্লাহ। তিনি বলেন দারুণ তাঁর উপলব্ধি করার ক্ষমতা আরো অসাধারণ মাশা’আল্লাহ। বহু মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার, আগ্রহীগণ আমাকে এ বিষয়ে জানাতে বা নানান জিজ্ঞাসা করেই চলেছেন।

প্রথমত বলতে চাই, দেব চৌধুরী আমাকে বলেছিলেন, আমি এই মুহূর্তে (যেদিন শাহাদাহ) বিষয়টি জানাতে চাই না। আমি তাঁর ইচ্ছাকে সম্মান দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাইনি; তার মানে এ নয় যে, আপনাদেরকে ইগনোর বা এভোয়েড করছি, এটি তাঁর চাওয়ার প্রতি সম্মান প্রদর্শন ছিলো। পরবর্তীতে তাঁকে বিষয়টি জানালে তিনি অসম্মতি জানাননি। তাঁকে নিয়ে একটি “জার্নি টু ইসলাম” বিষয়ে তার সম্মতি সাপেক্ষে একটা লাইভ করবো ইনশাআল্লাহ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post