হাসিনা বলতেন- আমার পরিবার নিহতে দেশের মানুষ কাঁদে নাই, তাদেরকে কাঁদিয়ে ছাড়বো: রমিত আজাদ

 


হাসিনা বলতেন- আমার পরিবার নিহতে দেশের মানুষ কাঁদে নাই, তাদেরকে কাঁদিয়ে ছাড়বো: রমিত আজাদ

হাসিনা বলতেন আমার পরিবার নিহত হওয়ায় দেশের মানুষ কাঁদে নাই, আমি তাদেরকে কাঁদিয়ে ছাড়বো”- বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. রমিত আজাদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন।


তিনি বলেন, “দেয়ালে দেখবেন লেখা আছে নাটক কম করো পিও। তো শেখ হাসিনা ভালো একজন অভিনেত্রী। উনি যে ভালো একজন অভিনেত্রী, এই বিষয়ে উনার বডিগার্ড মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার ‘আমার ফাঁসি চাই’ গ্রন্থে খুব ভালোভাবে লিখে দিয়েছেন। সুতরাং শেখ হাসিনা কান্নাকাটি করলেন না করলেন বা কী করলেন, এটা যে অভিনয় সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি। আরেকটি বিষয় হচ্ছে বিডিআরের মত এত বড় ঘটনায় তিনি প্রকাশ করলেন না, যে তিনি এর বিচার চান। বা কী করতে হবে, কী না করতে হবে। সেটার কথাও আমাদের শিক্ষার্থীরা বলেছেন।”রমিত আজাদ আরও বলেন, “জেনারেশন জেড যখন গণভবনে ঢুকলো, তখন দেখলো টেবিলে কিন্তু খাবার সাজানো ছিল। কত পদের আমার এখন ঠিক খেয়াল নাই। ২২ পদ না ৩২ পদের তরকারি ছিল সেখানে। তো দেশের মানুষকে অভুক্ত রেখে ৩২ পদের তরকারি দিয়ে যিনি ভাত খান, তিনি কী দেশের মানুষকে ভালোবাসতেন? তারা বরং উল্টাই বলেছে, ফ্রিজ খুলে বড় বড় পাঙ্গাস মাছ, বড় বড় ইলিশ মাছ পাওয়া গিয়েছে।”


তিনি আরও বলেন, “যে দেশের মানুষকে কী উনি এতটাই ঘৃণা করতেন? উনার পরিবার যে একসময় নিহত হয়েছিল, উনি প্রায়ই নাকি বলতেন যে, আমার পরিবার নিহত হয়েছিল এই দেশের মানুষ কাঁদে নাই। আমি তাদেরকে কাঁদিয়ে ছাড়বো। তো এখন আপনি যোগসূত্র টা খুঁজে দেখেন। আওয়ামী লীগকেও তিনি দোষারোপ করেছেন। এটা তো আমার নিজের কানেই শোনা। তিনি বলেছেন ১৫ই আগস্টে তো আপনার আওয়ামী লীগের একজন নেতাকর্মীও যাননি।”

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post